ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে পিটিয়ে জখম

ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে পিটিয়ে জখম
ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে পিটিয়ে জখম  © ফাইল ফটো

বরিশালের বানারীপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সাইমুন (১৫) নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করেছেন হেরে যাওয়া পক্ষের খেলোয়াড় ও সমর্থকরা। বুধবার রাতে তাকে গুরুতর অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সাইমুনের রক্তবমি হওয়ায় তার মাথায় সিটিস্ক্যান করা হয়। এছাড়া তার চোখে-মুখে ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানান স্বজনরা। এর আগে বিকালে উপজেলায় পূর্ব-উদয়কাঠীর নান্দুহার ব্রিজসংলগ্ন একটি বালুর মাঠে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, স্কুলছাত্র সাইমুনের মাথায় ও চোখে-মুখে জখম থাকায় বেশ কয়েকবার তার রক্তবমি হয়েছে। এ কারণে বুধবার রাতেই শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা সাইমুনকে উন্নত চিকিৎসা দেওয়ার পাশাপাশি তার মাথায় সিটিস্ক্যান করে দেখেছেন।

জানা যায়, ফুটবল খেলা অবস্থায় একটা ফাইল নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির সৃষ্টি হয়। এ সময় রেফারি ও কয়েকজন খেলোয়াড়ের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রেনে আসে। ফুটবল খেলার নির্ধারিত সময় ডাক্তারবাড়ি ২-১ গোলে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে যে যার মতো বাড়ি চলে গেলেও সাইমুন তার পার্শ্ববর্তী একটি চায়ের দোকানের সামনে গিয়ে রেস্ট করতে থাকে।

এ সময় ফুটবল খেলায় হেরে যাওয়া মৃধাবাড়ির খেলোয়াড় হাকিম মৃধা ও কায়েসসহ ৮-৯ জন পেছন থেকে সাইমুনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত ও রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পাশে শেরেবাংলা বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হলে তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


সর্বশেষ সংবাদ