২৯ আগস্ট ২০২১, ১৫:৫৭

রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, তিন শিক্ষার্থী ছুরিকাহত

রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, তিন শিক্ষার্থী ছুরিকাহত  © ফাইল ফটো

রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালের সামনে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ঘিরে ছুরিকাঘাতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার রাত ৮টার দিকে মিরপুরের দারুসসালাম থানা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন দারুসসালামের লালকুঠি এলাকার মো. ইকবাল হোসেনের ছেলে সোহানুর রহমান সোহান (১৮), আব্দুল হান্নানের ছেলে মো. রিয়ান (১৮) ও  মো. মজনু মিয়ার ছেলে আবরাজ আহমেদ ইমন (২০)।

আহতদের বন্ধু মো. আকাশ বলেন, আবরাজ আহমেদ ইমন মিরপুর কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, রিয়ান মিরপুর লিটল ফ্লাওয়ার স্কুলে দশম শ্রেণির ও সোহান মিরপুর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। রাত ৮টার দিকে এলাকার মন্টি নামের এক ছোট ভাইকে মারধর করে একই এলাকার সাকিব, রায়হান, ইমন ও আবিরসহ কয়েকজন। মারধরের কথা আবরাজ ইমনকে জানায় মন্টি। পরে আবরাজ ইমন তার বন্ধু রিয়ান ও  সোহানকে নিয়ে শাহআলী মডেল স্কুলের পেছনে যায়। সেখানে রায়হানদের কাছে মন্টিকে মারধরের কারণ জিজ্ঞাসা করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ছুরিকাঘাত করে রায়হানরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাঁদের প্রথমে সেলিনা হাসপাতালে ও পরে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। তিনজনের অবস্থাই গুরুতর।

দারুসসালাম থানার ওসি তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিশোর গ্রুপের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সেলিনা হাসপাতালের সামনে শাহআলী মডেল স্কুলের পেছনের গলিতে এ ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে তিনজস আহত হয়েছেন। ঘটনার তদন্ত চলছে।