স্বামীর যৌতুক মামলায় স্ত্রী কারাগারে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ১১:৩৮ AM , আপডেট: ২৭ আগস্ট ২০২১, ১১:৩৮ AM
স্বামীর করা যৌতুকের মামলায় স্ত্রী কারাগারে গেছেন। বৃহস্পতিবার চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিনের (মতলব উত্তর) আমলি আদালতে আসামি (স্ত্রী) মনি আক্তার মিতু জামিন নিতে এলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই বছর আগে মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের সুজাতপুর গ্রামের দুলাল মিজির মেয়ে মনি আক্তার মিতুকে আড়াই লাখ টাকার দেনমোহরে বিয়ে করেন পাশে ফতেহপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে নূর মোহাম্মদ। বিয়ের কয়েক মাস পরেই মিতু যৌতুকের জন্য স্বামী নূর মোহাম্মদ ও তার বাবাকে চাপ প্রয়োগ করতে শুরু করেন। এর মধ্যে যৌতুক হিসেবে তিন লাখ টাকা দাবি করে নানা ধরনের হয়রানি করতে থাকেন।
বিষয়টি নিয়ে শুরুতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা করা হয়। কিন্তু স্ত্রী মনি আক্তার মিতু যৌতুকের দাবিতে তার অবস্থানে অনড় থাকলে বিষয়টি নিয়ে মামলা করেন স্বামী নূর মোহাম্মদ। মামলায় স্ত্রী মনি আক্তার মিতু, তার বাবা দুলাল মিজি এবং ভাই মেহেদী হাসানকে আসামি করা হয়।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) এই মামলায় চাঁদপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কফিল উদ্দিনের আদালতে এই তিনজন হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। এ সময় বিচারক দু'পক্ষের কথা শুনে নূর মোহাম্মদের স্ত্রী মনি আক্তার মিতুকে জেলহাজতে পাঠানের নির্দেশ দেন। একই সঙ্গে তার বাবা ও ভাইকে জামিন প্রদান করেন।
এ ব্যাপারে মামলার বাদী নূর মোহাম্মদ বলেন, আমার স্ত্রী মনি আক্তার মিতু ও তার পরিবার মিলে ৩ লাখ টাকা দাবি করে আমার জীবনটা তছনছ করে দিচ্ছিল। তাই এ ঘটনাটি আদালতকে অবহিত করি। পরে আদালত বিষয়টি আমলে নিয়ে মিতুর বিরুদ্ধে সমন জারি করেন। পরে মিতু বৃহস্পতিবার আদালতে জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিবাদীর আইনজীবী আব্দুল আজিজ বলেন, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই শুরু হয় যত বিপত্তি। বাদী পরিকল্পিতভাবে বিবাদীগণের বিরুদ্ধে একটি সাজানো মামলা দায়ের করেছেন। আমরা আগামী সপ্তাহে তার জামিনের জন্য আদালতে আবেদন প্রার্থনা করব।