কেরানীগঞ্জে ইসলামী আন্দোলনের কর্মীদের হামলায় সাংবাদিক আহত
কেরানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন ইসমাইল সরদার নামের এক সাংবাদিক। হামলার শিকার ওই সাংবাদিক জাতীয় সাপ্তাহিক পত্রিকা ইউনিভার্সাল এর সংবাদ প্রতিবেদক হিসেবে কাজ করছেন।
গতকাল বুধবার (২৫ আগস্ট) আরশিনগর কেরানীগঞ্জ চত্বরে তার ওপর হামলা চালান ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
কেরানীগঞ্জের আরশিনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গেলে তারা ইসমাইল সরদারকে ঘিরে ধরে লাঠি সোঠা দিয়ে এলোপাথাড়ি পেটাতে শুরু করে।
এ সময় স্থানীয় কিছু লোকজনের সহায়তায় পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায়। পরে সেখান থেকে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার (ওসি) আব্দুস সালাম মিয়া কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা ইতিমধ্য বিষয়টি আমলে নিয়েছি। আমাদের কার্যক্রম চলছে। এ ঘটনায় যারাই জড়িত ছিল তাদেরকে আমরা চিহ্নিত করতে কাজ শুরু করেছি।
এ বিষয়ে ইসমাইল সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নিউজ সংগ্রহ করতে গিয়েছিলাম। এর আগে হেফাজতের তাণ্ডবের সাথে কারা জড়িত তাদের বিরুদ্ধে একটি অনুসন্ধান মূলক নিউজ করেছি। সেই নিউজটি এবং এবারের যে ষড়যন্ত্র করছে তার নিউজ সংগ্রহ করতে গেলে তারা আমার উপর হত্যার উদ্দেশ্য করে হামলা চালায়। এ সময় আমার ফোন, পরিচয় পত্র এবং ক্যামেরা ছিনিয়ে নেয়। পুলিশ এসে আমাকে এবং ফোন উদ্ধার করে কিন্তু ক্যামেরা আর পাওয়া যায়নি। বর্তমানে আমি খুব অসুস্থ আছি।