মুরগির চুরির অপবাদ দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ১১:৪১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২১, ১১:৪১ PM
মুরগি চুরির অপবাদ দেওয়ায় দিনাজপুরের পার্বতীপুরে মোরসালিন (১৭) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। শনিবার (২১ আগস্ট) উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাঘপুর চয়নপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ দুপুর ১টায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
নূরল মজিদ হাই স্কুলের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্র ছিল মোরসালিন। ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানিয়েছেন, শনিবার সকালে দীর্ঘ সময় মোরসালিনের ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ঘরের ছাদের সঙ্গে ফাঁস নেওয়া অবস্থায় ঝুলছিল।
পারিবারিক ও স্থানীয়রা জানান, প্রতিবেশী তাকে মুরগি চুরির অপবাদ দেয়। এছাড়াও স্থানীয় ফকির বাজারে সেলুনে চুল কাটতে গেলে কিছু বখাটে ছেলে সেখানে তাকে ঘেরাও করে লাঞ্ছিত করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাদানুবাদও হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।