১১ আগস্ট ২০২১, ১২:০৭

সোনার বার লুট, ওসিসহ ৬ পুলিশ গ্রেফতার

ওসি মো. সাইফুল ইসলাম  © সংগৃহীত

ফেনীতে এক ব্যবসায়ীর সোনার বার ছিনিয়ে নেওয়ার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসিসহ পুলিশের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর মঙ্গলবার রাতে তাদের থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী।

তিনি জানান, তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ছয়জন হলেন- জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম, এসআই মোতোহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক, এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।

পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী জানান, গোপালকান্তি দাশ নামে এক সোনা ব্যবসায়ী ২০টি সোনার বার নিয়ে গত ৮ আগস্ট চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাসের নিচে গোয়েন্দা পুলিশের একটি দল তার গাড়ি থামায়। তারা গোপালকান্তির কাছ থেকে সোনার বারগুলো ছিনিয়ে নেয়। এ ঘটনায় গোপালকান্তি পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি চার পুলিশ কর্মকর্তাকে শনাক্ত করেন।

তিনি জানান, গ্রেফতার ছয়জন গোপালকান্তির কাছ ২০টি স্বর্ণের বার ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। তবে তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচটি বার উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ সুপার আরও জানান, মঙ্গলবার রাতে গোপালকান্তি ছয়জনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে ফেনী থানায় মামলা করেছেন। এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আজ বুধবার তাদের আদালতে নেওয়া হবে।