০৯ আগস্ট ২০২১, ২০:১৭

বঙ্গবন্ধুর ছবি বিকৃতি, মাদ্রাসা ছাত্র আটক

বঙ্গবন্ধুর ছবি বিকৃতি  © ফাইল ফটো

রংপুরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্য করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির অভিযোগে নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ। আজ সোমবার গ্রেফতারকৃত মনিরুল ইসলাম সৈকত নামে ঐ মাদরাসা ছাত্রকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

অভিযুক্ত কিশোর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্য থেকে বঙ্গবন্ধু কে নিয়ে এ ধরনের অবমাননাকর পোস্ট ফেসবুকে দিয়েছে বলে জানিয়েছেন রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মো. কামরুজ্জামান। তিনি বলেন, গ্রেফতার কিশোরের দেওয়া তথ্য ও বিভিন্ন ফেসবুক গ্রুপ পর্যালোচনা করে ওই বিকৃত পোস্টের সত্যতা পাওয়া গেছে।

পুলিশ জানায়, শনিবার ফেসবুকে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে ছবি পোস্ট করা হয়। বঙ্গবন্ধুর ছবি বিকৃতি করা মানহানিকর পোস্টটি ফেসবুকের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ায় সচেতন মহলে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে রোববার রাতে পীরগঞ্জের বড়আলমপুর ইউনিয়নের সন্ন্যাসীর বাজার থেকে অভিযুক্ত মনিরুল ইসলাম সৈকতকে স্মার্টফোনসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বর্তমানে মামলা চলমান আছে।

উল্লেখ্য, গ্রেফতারজৃত মনিরুল ইসলাম উপজেলার বড়আলমপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। সে জাফরপাড়া দারুল উলুম কামিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র। বঙ্গবন্ধুর ছবি বিকৃতির বিষয়ে রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগের মাঝে ক্ষোভ দেখা যায়।