মসজিদে টিকটক ভিডিও ধারণকারীদের খুঁজছে পুলিশ
কুমিল্লায় সদ্য উদ্বোধন করা মডেল মসজিদে হিন্দি গানের সঙ্গে তরুণ-তরুণীর করা একটি লাইকি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজতে ইতিমধ্যে মাঠে নেমেছে স্থানীয় পুলিশ।
কুমিল্লার সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে তাদের পরিচয় শনাক্ত করতে পুলিশ প্রশাসন কাজ করছে। তাদের একজনের বাড়ি দাউদকান্দির গোয়ালমারি ইউনিয়নে বলে জানা গেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মডেল মসজিদটি উদ্বোধন করা হয় গত জুন মাসে। দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে প্রতিনিয়ত এখানে অনেকে ভিড় করেন।
পড়ুন: মডেল মসজিদে হিন্দি গানে লাইকি ভিডিও
জেলার দাউদকান্দি মডেল মসজিদ প্রাঙ্গণে ধারণ করা ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মসজিদের সিঁড়ি বেয়ে উঠে সামনের খোলা স্থানে হিন্দি গানের সঙ্গে দুই তরুণ-তরুণী নানা অঙ্গভঙ্গি করে নাচছেন। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা জানা যায়নি।
দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী সুমন নিজের ফেসবুকে ভিডিওটি শেয়ার করে জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘যদি জড়িতরা শাস্তি না পায় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উচ্ছন্নে যাবে।’