‘অবৈধভাবে’ টিকা দেওয়ায় স্বাস্থ্যকর্মী বহিস্কার
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট রবিউল হোসেনকে অবৈধভাবে টিকা দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ থেকে তাকে বহিষ্কারের নোটিশ দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, অবৈধভাবে প্রায় ২ হাজার ৬০০ জনকে টিকা দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত রবিউল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি জানান, অন্য কেউ এই ঘটনায় জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তেমন কাউকে পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য বিভাগ গঠিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি সোমবার রাতে রবিউলকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেয়।
রবিউলের বিরুদ্ধে সরকারি নির্দেশের আগে নিবন্ধন ছাড়াই গত ৩০ ও ৩১ জুলাই পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের প্রায় ২ হাজার ৬০০ জনকে টিকা দেওয়ার অভিযোগ ওঠে। পরে ৩১ জুলাই সিভিল সার্জন কার্যালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
এছাড়া তদন্ত কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত শেষে কমিটি রবিউলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য উল্লেখ করে প্রতিবেদন জমা দেয়।