মাদ্রাসার খাবার খেয়ে এক ছাত্রের মৃত্যু, ৬ শিক্ষক গ্রেফতার

 নুর হাদী নিশান
নুর হাদী নিশান  © ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে এক মদ্রাসার খাবার খেয়ে বিষক্রিয়ায় নুর হাদী নিশান (৯) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়াও ওই ঘটনায় আরও ১৭ ছাত্রের অসুস্থ হওয়ায় মাদ্রাসার অধ্যক্ষসহ ছয় শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে মৃতের চাচা আহছান উল্যাহর করা মামলায় ওই ছয় শিক্ষককে গ্রেফতার দেখানো হয়। এর আগে সকালে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছিল।

মৃত নুর হাদী নিশান (৯) উপজেলার ৭ নম্বর একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। সে মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানার নূরানী বিভাগের প্রথম ছাত্র ছিল।

জানা যায়, সোমবার (২ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ৭ নম্বর একলাশপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব একলাশপুর গ্রামের মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা কমপ্লেক্স ও এতিম খানার রাতের খাবার খেয়ে শিক্ষার্থীদের মাঝে বিষক্রিয়া হওয়ায় এ ঘটনা ঘটে। 

গ্রেফতারকৃতরা হলেন- মাদরাসার অধ্যক্ষ হাফেজ মো. ইসমাইল হোসেন, হাফেজ মো. দাউদ ইব্রাহিম, হাফেজ মো. মিজানুর রহমান হাসান, হাফেজ মো. বেলাল হোসাইন, হাফেজ মো. হাসান উদ্দিন ও হাফেজ মো. সাহেদুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার। তিনি বলেন, ‘একলাশপুরের মদিনাতুল উলুম ইসলামিয়া মাদরাসা কমপ্লেক্স ও এতিম খানায় খাবার খেয়ে বিষক্রিয়ায় এক ছাত্রের মৃত্যু ঘটনায় হওয়া মামলায় মাদরাসার ছয় শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।’

এদিকে, এ ঘটনায় নোয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

তিনি বলেন, ‘আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি ওই মাদরাসা ঘটনায় প্রতিবেদন দেবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

 


সর্বশেষ সংবাদ