মাস্ক পরতে বলায় পুলিশকে জনতার ধাওয়া (ভিডিও)
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০৯:১৫ PM , আপডেট: ২৬ জুলাই ২০২১, ০৯:৩৮ PM
কুড়িগ্রামের কচাকাটা থানা এলাকার কচাকাটা বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরতে বলায় পুলিশকে ধাওয়া করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, স্থানীয় কচাকাটা বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দায়িত্বরত ছিলেন কচাকাটা থানা পুলিশের সদস্য এএসআই বুলবুল ইসলাম ও কনস্টেবল আজমাইন।
বাজারের পাশে গরুর হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরতে বলায় তারা লাঠিসোটা নিয়ে পুলিশ সদস্যদের ধাওয়া করেন।
জনরোষ থেকে বাঁচতে কচাকাটা বালিকা স্কুলের কাছে এএসআই বুলবুল ইসলামের বাসায় দুজন ঢুকে পরেন। উত্তেজিত জনতা একপর্যায়ে গেট ভেঙ্গে বাসায় প্রবেশের চেষ্টা করেন জনতা।
ওসি মাহবুব আলম জানান, সোমবার সকালে ঘটনাস্থলে আসেন কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নত আরা। তিনি স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যদের সাথে কথা বলে পুলিশকে মামলা করার নির্দেশ দেন।
পরে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞান অনেককে আসামি করে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে মামলা করে পুলিশ।
কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নত আরা বলেন, কিছু লোক অতি উৎসাহী হয়ে লোকজনের মাঝে বিভ্রান্তিমূলক কথা ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছে। মূলত তারা সরকারি কাজে বাধা দেয়ার অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।