মোটরসাইকেল কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে গ্যাসের ট্যাবলেট খেয়ে রেজাউল (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার (২৬ জুলাই) ভোরে নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চককালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল চককালিকাপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের সপ্তম শ্রেণির ছাত্র ও স্থানীয় ভ্যানচালক মহাতাব আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চককালিকাপুর গ্রামের মহাতাব আলীর কাছে তার ছেলে রেজাউলের আবদার ছিল একটি মোটরসাইকেল। কিন্তু বাবা হতদরিদ্র একজন ভ্যানচালক। যাদের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। কীভাবে বাবা তার ছেলের আবদার পূরণ করবে! তাই রাগ-ক্ষোভ ও অভিমানে রেজাউল গ্যাস ট্যাবলেট খেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। পরে পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি।