তরুণদের জঙ্গিবাদে জড়াচ্ছিলেন ধর্মীয় বক্তা গুনবী: র‌্যাব

ধর্মীয় বক্তা মাহমুদ হাসান গুনবী
ধর্মীয় বক্তা মাহমুদ হাসান গুনবী  © সংগৃহীত

সশস্ত্র জিহাদ, ইসলামি শাসনকে অপছন্দকারীদের জবাই করার আহবান আর তালেবানের শাসনের পক্ষে প্রকাশ্যে বক্তব্য রাখা ধর্মীয় বক্তা মাহমুদ হাসান গুনবী তরুণদেরকে জঙ্গি তৎপরতায় জড়াতেন বলে দাবি করেছে র‌্যাব।

১০ দিন আগে নোয়াখালী থেকে তুলে আনার অভিযোগ থাকা এই ধর্মীয় বক্তাকে আজ শুক্রবার (১৬ জুলাই) গ্রেপ্তার দেখায় আইনশৃঙ্খলা বাহিনীটি। তারা জানায়, বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ থেকে সদরদপ্তর ও র‌্যাব-৪ এর একটি দলের হাতে আটক হন তিনি।

আজ বিকালে সংবাদ সম্মেলনে আসেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। তিনি বলেন, দাওয়াতে ইসলামসহ বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন এসব সংগঠনের আড়ালে তরুণদের টার্গেট করতেন তিনি (গুনবী)। এরপর তাদের পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে পরিবার, স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা হতো। এবং এই সময়ে ধর্মীয় অপব্যাখ্যা, স্বাভাবিক জীবনের প্রতি বিতৃষ্ণা তৈরি করে এসব তরুণদের জঙ্গিতে পরিণত করতেন।

বিভিন্ন ওয়াজে বক্তব্যের মাধ্যমে গুনবী তরুণদের উগ্রবাদে আকৃষ্ট করতেন বলেও জানান র‌্যাব কর্মকর্তা। বলেন, তার মতো যারা মানুষকে আকৃষ্ট করে আসছিল তারা নিজেদের ‘মানহাজী’ বলে পরিচয় দিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানা গেছে।


সর্বশেষ সংবাদ