১৬ জুলাই ২০২১, ১৪:৪২

আনসার আল ইসলামের ‘আধ্যাত্মিক’ নেতা মাহমুদ হাসান গুনবি গ্রেপ্তার

মাহমুদ হাসান গুনবি  © ফাইল ফটো

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ‘আধ্যাত্মিক নেতা’ মাহমুদ হাসান গুনবিকে গ্রেপ্তার করেছে বলেছে জানিয়েছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো বার্তায় এসব তথ্য জানানো হয়। বার্তায় আরও বলা হয়, আজ শুক্রবার (১৬ জুলাই) বিকেল চারটায় কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সম্প্রতি আনসার আল ইসলামের কয়েক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এপ্রিলে আনসার আল ইসলামের আইটি বিভাগের প্রধানসহ দুই সদস্য আরিফুল ইসলাম জাহেদ ওরফে আইমান ওরফে আরাহান ওরফে রেহান (৩০) এবং বাকী বিল্লাহ ওরফে আবু সামির ওরফে জাফর ওরফে ফয়সালকে (৩৪) গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)। রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এছাড়া গত মে মাসে খুলনা থেকে আনসার আল ইসলামের চার সদস্যকে আটক করা হয়। তারা হলেন খুলনার তেরখাদা দক্ষিণ পাড়া এলাকার মো. আবির মাহমুদ (২৮), ঝালকাঠির নলছিটি উপজেলার মো. আবু বকর সিকদার (২০), দিনাজপুরের বিরল উপজেলার মোহাম্মদ ইউসুফ আলী (২১) ও নড়াইলের লোহাগড়া উপজেলার আশরাফুল ইসলাম ওরফে আবু আবদুল্লাহ (৩১)।