দুর্বৃত্তদের হামলায় আহত তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১০:৪২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২১, ০৮:০৬ AM
বরিশালের মুলাদীর নিজ এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছে সরকরি তিতুমীর কলেজের ছাত্রলীগ নেতা ইমরান খান। মঙ্গলবার বেলা সকালে উপজেলার প্যাদারহাট বন্দরের সিকদার মার্কেটের সামনে ইছাহাক হাওলাদারের নেতৃত্বে ১২-১৩ দুর্বৃত্ত রেঞ্জ ও পাইপ দিয়ে পিটিয়ে ইমরান খানের হাত ভেঙে দেয়।
ইমরান খান কাজিচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের সিরাজ খানের পুত্র। তিনি রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কলেজ শাখা ছাত্রলীগ।
সংগঠনটির সভাপতি মো. রিপন মিয়া বলেন, ইমরান দিন দুপুরে নিজ এলাকায় হামলার শিকার হয়েছেন। কলেজ শাখা ছাত্রলীগ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। শাখা ছাত্রলীগ সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার দাবি করছে।
ইমরানের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীরা ইমরানকে স্ক্রু-ড্রাইভার দিয়ে খুঁচিয়ে মারাত্মক জখম করে। পূর্বশত্রুতার জের ধরে চরকমিশনার গ্রামের ইউনুছ খানের শ্যালকের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
ইমরানের বাবা সিরাজ খান জানান, জমির সীমানা পিলার নির্ধারণকে কেন্দ্র করে গত সোমবার একই বাড়ির চান খানের পুত্র ইউনুছ খানের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইউনুছ খান লাঠি নিয়ে তেড়ে তার পুত্র ইমরান খানকে মারতে আসেন। ওই সময় ইউনুছ খান পড়ে গিয়ে আহত হন। পরে ওষুধ আনতে গেলে তাকে দ্বিতীয় দফায় মারধর করা হয়।
পরে তাকে পার্শ্ববর্তী দোকানদার ও স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় বুধবার ইমরানের পিতা সিরাজ খান বাদী হয়ে ইছাহাক হাওলাদার, মিজানুর রহমান, নজরুল ইসলামসহ ৮ জনের নাম উল্লেখ করে ১৪ জনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করেছেন।