‘আত্মগোপন’ থেকে ফেরার পর এই প্রথম মুখ খুললেন ত্ব-হা

ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান
ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান  © ফাইল ছবি

‘আত্মগোপনে’ গিয়ে নতুন করে আলোচনায় আসা ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান জানিয়েছেন, তিনি ভালো আছেন। দুই স্ত্রীর পরিবার নিয়ে কোনো ঝামেলা নেই তার। গণমাধ্যমের সাথে আলাপকালে মঙ্গলবার এসব কথা জানান তিনি। ‘আত্মগোপন’ থেকে ফেরার পর এই প্রথম তিনি কোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন।

ঢাকা থেকে গত ১০ জুন রাতে নিখোঁজ হন এই ইসলামি বক্তা। ১৮ জুন পুলিশ প্রথম স্ত্রীর বাবার বাড়ি রংপুর মহানগরীর আবহাওয়া অফিস মাস্টারপাড়ায় পায় ত্ব-হাকে।

ওই দিন বিকেলেই নগর পুলিশ এক সংবাদ সম্মেলন করে তার নিখোঁজ হওয়ার কারণ ও উদ্ধার হওয়ার বিষয়টি জানায়।

নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে ত্ব-হা আত্মগোপনে ছিলেন।

কী সেই ব্যক্তিগত কারণ, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু ব্যক্তিগত কারণ, আমরা সেটি এখনই পাবলিকলি না বলি। আগে ভেরিফাই করতে হবে। তবে কোনো অপরাধ ঘটেনি বলে আমাদের তারা জানিয়েছে।’

ওই রাতেই ত্ব-হা ও তার দুই সঙ্গীকে আদালতে নেয়া হয়। শুনানি শেষে আদালত তাদের নিজ জিম্মায় জামিন দেন। রাতেই তারা বাসায় ফেরেন। কিন্তু সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

ত্ব-হার মা আজেদা বেগম সে সময় সাংবাদিকদের জানিয়েছিলেন, ত্ব-হা দুই স্ত্রীর সংসার নিয়ে খুব অশান্তিতে ছিলেন।

এসব ঘটনার প্রায় এক মাস পর গণমাধ্যমে কথা বলেন ত্ব-হা। ত্ব-হা জানান, তিনি এখন রংপুরে অবস্থান করছেন। কোনো অসুবিধা নেই।

তিনি বলেন, ‘সমস্যা নেই। একটা কিছু হলে তো প্রভাব থাকে। তাই না?...সেগুলো আমরা রিকভার করার চেষ্টা করছি ধীরে ধীরে… আমাদের পরিবারে কোনো ঝামেলা নেই। আলহামদুলিল্লাহ, ভালো আছি আমরা।’

কী কারণে আত্মগোপনে ছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়গুলো যেটা প্রশাসন থেকে আসছে এগুলোই যথেষ্ট আমার মনে হয়। এর বেশি কিছু বলা ঠিক হবে না।

‘আমি আছি আপনাদের মাঝে, এটি সবচেয়ে বড় কথা। ওভার অল আমরা সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ সমস্যা নাই।’

এখন কী করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখন বলতে পারেন বেকার অবস্থায় বাসায় বসে আছি। আগের মতো সবখানে মুভ করতে পারছি না। এখন এ জন্য অনেকটা কর্মহীন অবস্থায় আছি। আদারওয়াইজ অন্য কোনো সমস্যা নাই। আল্লাহ ঠিকঠাকমতো চালাচ্ছেন।’

ত্ব-হা জানান, আগের মতো ইসলামি বক্তব্য দেয়ার অবস্থায় ফেরত আসতে লেখাপড়া শুরু করেছেন তিনি।

‘আমার ইচ্ছা আছে ফের শুরু করা। তা ছাড়া আমার পড়াশোনার ব্যাপার-স্যাপার আছে। আমি পড়াশোনা শুরু করেছি। আমার জ্ঞানই তো সবকিছু। এ জন্য আরও বেশি করে পড়াশোনা করতে হবে। সেটা করছি। জ্ঞানে সমৃদ্ধ হলে আরও ভালো কিছু হয়তো দিতে পারব।’

ত্ব-হার ইস্যুটি আদালতে কোন পর্যায়ে আছে, এ প্রশ্নের জবাবে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ‘একটি চূড়ান্ত প্রতিবেদন দিতে হবে আদালতে। এখনও সেটি প্রস্তুত হয়নি। হলে আমরা সেটি দাখিল করব।’

এর আগে আদালতে ত্ব-হা আত্মগোপনের কারণ জানিয়েছেন বলে তার আইনজীবী সোলায়মান আহমেদ সিদ্দিকী বাবু জানিয়েছিলেন।

অ্যাডভোকেট সোলায়মান বলেছিলেন, ‘ত্ব-হার দুই স্ত্রীর মধ্যে ঝামেলা আছে। তিনি আদালতে সব কথা বলার পর এ কারণেই স্ত্রীদের কারও বদলে মায়ের জিম্মায় তাকে মুক্তি দেয়া হয়।’

ত্ব-হার নিখোঁজের পর নানা কথা ছড়িয়েছেন তার অনুসারীরা। তার ভক্তরা কেউ বলছিলেন, ইহুদিবাদীদের সমালোচনা করায় তাকে অপহরণ করা হয়েছে, যার পেছনে রয়েছে ইসরায়েল। কেউ বলছিলেন, এর পেছনে হাত ভারতের। কেউ বা বাংলাদেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কিংবা পুলিশের দিকে আঙুল তুলছিলেন।


সর্বশেষ সংবাদ