চাকরির কথা বলে প্রতারণা, বিএসএমএমইউ থেকে আটক ৫
লোভনীয় চাকরির অফার দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্নজনের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ৫ প্রতারককে আটক করা হয়েছে।
আজ সোমবার (১২ জুলাই) গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নির্দেশে তাদের শাহবাগ থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, এই দালালরা চাকরির প্রলোভনে টাকা নেয়াসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
৫ প্রতারক হলো- কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ভালুকা গ্রামের উজ্জ্বল, গাজীপুর সদরের জয়দেবপুরের ভূরুলিয়ার ইয়াকুব ইসমাইল, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার রায়চন্দ্রপুর গ্রামের জয়নাল আবেদীন, যশোর জেলার মনিরামপুর উপজেলার বাসুদেবপুরের রবিউল ইসলাম এবং টাঙ্গাইল জেলার ঘাটাইলের ফিরোজ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদারকে বলেন, আমাদের হেফাজতে তাদেরকে এনে জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগের বিষয়গুলো সুনির্দিষ্টভাবে জেনে ব্যবস্থা নেয়া হবে।