গাঁজা সেবন বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস, কলেজছাত্র খুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জুলাই ২০২১, ০৯:৩০ AM , আপডেট: ০৯ জুলাই ২০২১, ০৯:৩০ AM
ময়মনসিংহের ভালুকায় গাঁজা সেবন বিষয়ে ফেসবুকে বন্ধুর দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে কলেজছাত্র মো. সায়েম খান (১৯) নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, গাঁজা সেবন বিষয়ে ফেসবুকে মিরাজ নামের বন্ধুর দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে গত রবিবার (৪ জুলাই) রাতে উপজেলার ভালুকা ইউনিয়নের মেহেরাবাড়ি এলাকায় দুই পক্ষের মধ্যে ঝগড়া ও মারামারি হয়।
একপর্যায়ে প্রতিপক্ষের হাতে আহত হয়ে পরদিন সোমবার (৫ জুলাই) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কলেজছাত্র মো. সায়েম খান। পরে নিহতের বাবা বাদী হয়ে গত সোমবার (৫ জুলাই) ওই ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো তিন-চারজনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার মেহেরাবাড়ি গ্রামের আমান উল্লাহর ছেলে ওই মামলার প্রধান আসামি মো. সাব্বির হোসেন (২০), একই গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে সোহাগ মিয়া (১৯) ও মোফাজ্জল হোসেনের ছেলে সারোয়ার আলম (১৯), ফারুক মিয়া (৪৭) এবং মামলার প্রধান আসামি সাব্বিরের পিতা আমানুল্লাহ (৪৮)।
এদিকে দুই আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। পরে আসামি মো. সোহাগ মিয়াকে এক দিনের রিমান্ড মঞ্জুর এবং সারোয়ার আলমের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
নিহত সায়েম খান ভালুকার মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি উপজেলার হবিরবাড়ি গ্রামের শিডস্টোর বাজার এলাকার মো. নাজিম উদ্দিন খানের ছেলে।