০৭ জুলাই ২০২১, ১৬:৪১

এলএসডির পর এবার ‘ম্যাজিক মাশরুম’ মাদকের সন্ধান, গ্রেপ্তার ২

র‌্যাবের হাতে আটক দুই যুবক  © সংগৃহীত

লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড (এলএসডি) মাদকের পর এবার দেশে আরেক ভয়ঙ্কর নতুন এক মাদকের সন্ধান মিলেছে। যার নাম ‘ম্যাজিক মাশরুম’। বিভিন্ন খাবারে কেক ও চকলেট মিশ্রিত অবস্থায় সেবন করা হয় এটি। এ মাদক সেবনের ফলে সেবনকারীর মধ্যে হ্যালোসিনেশন তৈরি হয়।

আজ বুধবার (০৭ জুলাই) বিকেলে কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এ ম্যাজিক মাশরুম মাদকটি সাধারণ মাশরুম থেকে একেবারে আলাদা। এ মাশরুমটি ভাঙার পর বিভিন্ন রঙ ধারণ করে। কখনো লাল, কখনো লীল এভাবে বিভিন্ন রঙ হয়। যেটি সাধারণ মাশরুমে হয় না। ভয়ঙ্কর এ মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাগিব হাসান অনর্ব (২৫) ও তাইফুর রশিদ জাহিদ (২৪)। এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে র‍্যাব-১০-এর একটি আভিযানিক দল হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ‘ম্যাজিক মাশরুম’ নামে এক ধরনের মাদক জব্দ করা হয়। পাশাপাশি এর সঙ্গে জড়িত থাকায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই যুবকের নিকট থেকে ‘ম্যাজিক মাশরুম’- এর ০৫টি বারে ১২০টি স্লাইস এবং ০২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। প্রতিটি বারে ম্যাজিক মাশরুমের পরিমাণ ২ হাজার ৫০০ এমজি।