০৭ জুলাই ২০২১, ১৫:৫৭

হাসপাতালে গিয়ে চিকিৎসককে মারধর, যুবলীগ সভাপতিসহ গ্রেফতার ৫

গ্রেপ্তার যুবলীগ নেতা মাহবুবুল হক মনি  © ফাইল ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় রোগীর বাসায় গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা না নেয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় ওই চিকিৎসকের মামলায় যুবলীগ নেতা মাহবুবুল হক মনিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ ঘটনায় বুধবার (৭ জুলাই) সকাল থেকে চিকিৎসকরা আটককৃতদের বিচারের দাবিতে কর্মবিরতিতে গেছেন বলে জানা গেছে।

তার আগে মঙ্গলবার (৬ জুলাই) রাতে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এ এইচ এম সালেকিন বাদী হয়ে মাহবুবুল হক মনিসহ অন্যদের আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে মাহবুবুল হক মনিসহ গ্রেফতার করা হয় জাহিদুল ইসলাম জুয়েল, রানা দে, কামরুজ্জামান জামান এবং রাকিবুল ইসলাম শরিফকে।

গ্রেফতারকৃত মাহবুবুল হক মনি মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি। অন্যরাও যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ মামলার বরাত দিয়ে জানান, মারধরের শিকার ডা. এ এইচ এম সালেকিন মামুন গত মঙ্গলবার (৬ জুলাই) ইমারজেন্সিতে কর্মরত ছিলেন। এমতাবস্থায় দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের হটলাইনে ফোন দিয়ে মুক্তাগাছা উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল হক মনি পরিচয় দিয়ে এক ব্যক্তি তার বৃদ্ধ মায়ের করোনা পরীক্ষার জন্য বাসায় গিয়ে নমুনা সংগ্রহের ব্যাপারে জানতে চান। তখন ডা. সালেকিন জানান, যে বাসায় গিয়ে নমুনা নেয়া আপাতত বন্ধ ও তাকে তার মাকে হাসপাতালে নিয়েএসে নমুনা দেয়ার পরামর্শ দেন।

এর কিছুক্ষণ পর দুপুর ২টার দিকে মাহবুবুল হক মনি ও ৮-১০ জন মিলে হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসারের রুম ঢুকে তাকে(চিকিৎসক) অকথ্য ভাষায় গালাগালাজ করেন ও বিভিন্ন হুমকি দেন। পাশাপাশি সবাই মিলে চিকিৎসককে মারধর করেন। এ সময় হাসপাতালের স্টাফরা তাদের বিরত করার চেষ্টা করে।

ওসি বলেন, এ ঘটনায় মামলার দায়েরের পর মাহবুবুল হক মনিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম এ ব্যাপারে বলেন, মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে যুবলীগ নেতা মাহবুবুল হক মনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্তব্যরত চিকিৎসক মারধর করলে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। আর এ ঘটনায় চিকিৎসকরা কর্মবিরতি করলে হাসপাতালের ডাক্তারদের কর্মবিরতি তুলে নিতে তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি।