০৪ জুলাই ২০২১, ১২:৪৫

রাজধানীতে প্রতিবন্ধী যুবককে পেটালেন ঢাবি ছাত্রলীগের ২ নেতা

হামলার শিকার প্রতিবন্ধী যুবক   © টিডিসি ছবি

রাজধানীর চানখারপুল মোড়ে মদ্যপ অবস্থায় বুদ্ধি প্রতিবন্ধী এক যুবককে ফিল্মি স্টাইলে বেধড়ক মারধর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই নেতা। শনিবার (৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিবন্ধী যুবকটির পায়ে মোটরসাইকেল দিয়ে আঘাত করায় ছেলেটি প্রতিবাদ জানায়। পরে স্থানীয় জনতার চাপে ওই দুই ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

আটককৃত দুই ছাত্রলীগ নেতা হলেন, আক্তারুল করিম রুবেল ও মো. পলক হাসান। রুবেল ঢাবি জিয়া হলের উপ-দপ্তর সম্পাদক ও বাংলা বিভাগ চতুর্থ বর্ষের ছাত্র। অন্যজন মো. পলক হাসান। সে লেদার ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শী নাজিম নামের একজন বলেন, এই যুবকের বড় ভাইয়ের নাম সোহেল। চানখারপুল নিমতলীর স্থানীয় বাসিন্দা। মারধরের শিকার ওই যুবক বুদ্ধি প্রতিবন্ধী। ঢাবি ছাত্ররা নির্মমভাবে তাকে মেরেছে। তাদের নিবৃত্ত করতে বংশাল থানা পুলিশকেও অনেক বেগ পেতে হয়েছে।

ঘটনাস্থলে থাকা বংশাল থানা পুলিশের উপ-পরিদর্শক মাসুদ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদের নিবৃত্ত করছি। তাদের মুখ থেকে উৎকট গন্ধ বের হচ্ছিল। ঘটনাস্থল শাহবাগ থানার হওয়ায় তাদের শাহবাগ থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়েছে।

তবে এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদারকে কয়েকদফা ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।