স্কুলছাত্রীর আত্মহত্যা, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়
ফেনীর সোনাগাজীতে ধর্ষণের শিকার এক স্কুলছাত্রীর আত্মহত্যার পর তার গর্ভজাত সন্তানের পিতৃপরিচয় মিলেছে ডিএনএ পরীক্ষায়। পরীক্ষার ফলাফল পাওয়ার পর অভিযুক্ত আবু ইউসুফ নয়নকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলার এজাহার থেকে জানা গেছে, সোনাগাজীর একটি গ্রামের স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল নয়নের। নয়ন ‘বিয়ের প্রলোভনে’ স্কুলছাত্রীকে একাধিকবার ‘ধর্ষণ’ করে। চার মাসের অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী তাকে বিয়ের জন্য চাপ দিলেও নয়ন তা অস্বীকার করে। পরে গত বছরের ২৮ নভেম্বর ওই স্কুলছাত্রী বিষজাতীয় ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।
ওই ঘটনায় স্কুলছাত্রীর বাবা সোনাগাজী থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সেই মামলার তদন্তে নেমে পুলিশ পাঁচজন সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিআইডিতে পাঠায়। গত বুধবার (৩০ জুন) ডিএনএ পরীক্ষার ফলাফল আসে। তাতে প্রমাণ মিলে, নয়নই কিশোরীর গর্ভজাত সন্তানের পিতা।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, বৃহস্পতিবার (১ জুলাই) সকালে নয়নকে গ্রেপ্তারের পর ফেনীর আদালতে সোপর্দ করেছেন। আদালতে সে স্বপ্রণোদিত হয়ে ঘটনার সত্যতা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।