ছাত্রীর গোপন ভিডিও নেটে ছড়িয়ে দেয়ার হুমকি, গ্রেপ্তার ২
অন্তরঙ্গ মুহূর্তের গোপন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে বগুড়ায় কলেজছাত্রীর করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সাবেক প্রেমিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া সদরের কালিবালা উত্তরপাড়া গ্রামের সোহান এবং সোহানের বন্ধু গাবতলী উপজেলার সিরাজুল প্রামাণিক। সোহান ওই কলেজছাত্রীর সাবেক প্রেমিক।
বৃহস্পতিবার (১ জুলাই) ভোরে সদর উপজেলার থানা মোড়ের সামনে রেলগেট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বগুড়া র্যাবের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, সোহানের সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। তাদের আগের অন্তরঙ্গ মুহূর্তের গোপন ছবি ও ভিডিও ধারণ করেন সোহান ও সিরাজুল। পরে মেয়েটির কাছ থেকে দুই লাখ টাকা দাবি করেন তারা। টাকা না দিলে ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেন।
মেয়েটি বাধ্য হয়ে কিছু স্বর্ণালংকার ও ৩৭ হাজার টাকা তাদেরকে দেন। এতেও থামেননি সোহান ও সিরাজুল। তারা বাকি টাকার জন্য চাপ দিতে থাকেন। তারা মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক করার সুযোগ খুঁজতে থাকেন।
র্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার দুই জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন। গোপন ভিডিও ও ছবি ফিরিয়ে দেয়ার কথা বলে কলেজছাত্রীর কাছে তারা দুই লাখ টাকা দাবি করেন। মেয়েটি স্বর্ণালংকারসহ ৩৭ হাজার টাকা তাদেরকে দেন। আরও টাকা হাতিয়ে নিতে ও শারীরিক সম্পর্ক করতে মেয়েটিকে চাপ দিতে থাকেন বলে সোহান ও সিরাজুল স্বীকার করেছেন। একপর্যায়ে মেয়েটি সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। গ্রেপ্তার দুইজনের কাছ থেকে গোপন ভিডিও ও ছবি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, সোহান ও সিরাজুল বিভিন্ন মেয়েদের সঙ্গে প্রেমের অভিনয় করেন। এক পর্যায়ে মেয়েদের অন্তরঙ্গ মুহূর্তের গোপন ভিডিওচিত্র ও ছবি ধারণ করেন এ দুই জন। পরে এসব ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মেয়েদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন তারা।