৪৪ কেজি ওজনের গাঁজার গাছসহ চাষি গ্রেপ্তার
৪৪ কেজি ওজনের গাঁজার গাছসহ এক চাষিকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ। পাঁচবিবি উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন থেকে তিনি এ গাঁজার চাষ করে আসছিলেন।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) উপজেলার পাঁচবিবি থানার গোপালপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে এ অভিযানে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা শাখা পুলিশের এসআই মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধরঞ্জী ইউনিয়নের পলাশগড় কদমপাড়া গ্রামের একটি চাষের জমিতে দীর্ঘদিন যাবৎ শ্রী আরঞ্জন খালকো নামে ব্যক্তি গাঁজার চাষ করার অভিযোগ ছিল। পরে এ অভিযোগের ভিত্তিতে আমাদের বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শ্রী আরঞ্জন খালকোর বাড়ি জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলার পালাশগড় কদমপাড়া গ্রামে। তার পিতার নাম শ্রী শাকলু খালকো।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা পুলিশের এসআই মো. ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন থেকে শ্রী আরঞ্জন খালকো চাষের জমিতে গাঁজার গাছের পরিচর্যা করছেন। আমাদের কাছে এ বিষয়ে গোপন সংবাদ ছিল। আমরা তাকে আটক করতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তার রক্ষা হয়নি।