২৯ জুন ২০২১, ০৯:৪৬

স্কুলছাত্রী অপহরণের অভিযোগে কারাগারে যুবক

স্কুলছাত্রী অপহরণের অভিযোগে কারাগারে যুবক  © ফাইল ফটো

৭ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে আরাফাত হোসেন (৩৫) নামের এক ব্যাক্তিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আরাফাত হোসেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ইয়াছিন চৌকিদারের ছেলে ও চার সন্তানের জনক। সোমবার (২৮ জুন) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, ওই স্কুলছাত্রীকে অপহরণের দায়ে তার মা থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রোববার (২৭ জুন) রাতে আসামি আরাফাতকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধুপপোল এলাকা থেকে গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারের পর সোমবার হাতিয়ার নন্দকুমার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে। পুলিশ ও পরিবার সূত্র জানায়, গত ২০ জুন প্রাইভেট শেষে বাড়ি ফেরছিল ওই ছাত্রী। পথে আরাফাত হোসেন তাকে অপহরণ করে চট্টগ্রাম নিয়ে যায়। তবে স্থানীয় সূত্রে জানা যায়, এটি একটি ​প্রেমের ঘটনা। চার সন্তানের মুসলিম জনকের সঙ্গে তার এই অসম প্রেমের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে