নেশার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায়
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায়  © প্রতীকী ছবি

নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর। মঙ্গলবার (২২ জুন) রাতে রাজধানীর মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থান রোড এলাকার ১নং গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাব্বি হাওলাদার (১৬) নামে ওই কিশোর মারা গেছে। 

রাব্বির বাড়ি বরিশাল জেলার বরগুনা থানায়। সে জামাল হাওলাদারের সন্তান। তার মা মিনারা বেগম বলেন, আমার ছেলে নেশা করত, কোনো কাজ করত না। তার স্ত্রী বুলবুলির কাছে নেশার জন্য টাকা চাইলে টাকা না দিলে, তাদের মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পাশের রুমের ফ্যানের সঙ্গে লুঙ্গি দিয়ে সে ফাঁসি দেয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে রাত ৩টার দিকে মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ