২২ জুন ২০২১, ০০:৩৩

বন্দুক-কার্তুজসহ ডাকাত আটক, সাড়ে ৪ হাজার টাকা উদ্ধার

পুলিশের হাতে আটক ডাকাত নুরুল হাসেম  © টিডিসি ফটো

লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে ডাকাতির ঘটনায় ৪ দেশি বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজসহ নুরুল হাসেম (৩০) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে নগদ সাড়ে ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মোহছনিয়াকাটা গ্রাম থেকে তাকে আটক করা হয়। কাশেম বান্দরবান নাইক্ষছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুফান আলী পাড়ার মৃত শফিকুর ছেলে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, ১৯ জুন রাত ২টায় উপজেলার পশ্চিম কলাউজান হাসান আলী মিয়াজান পাড়া এলাকায় সৌদি প্রবাসী আব্দুস শুক্কুরের বসতবাড়িতে এ ডাকাতির ঘটে।

ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্থ মাওলানা আবুল কাশেম ২০ জুন বাদি হয়ে অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করে। মামলার পর ডাকাতদের ধরতে মাঠে নামে পুলিশ।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ডাকাত কাশেম চকরিয়া উপজেলার মোহছনিয়াকাটা গ্রামে অবস্থান করতেছে। খবর পেয়ে আমার অভিযান পরিচালনা করে তাকে আটক করি।

তিনি বলেন, এমসয় তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির খোয়াড় থেকে ৪টি বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটক ডাকাত কাশেমকে থানায় ব্যাপক জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।