নওমুসলিম ফারুকের খুন নিয়ে ক্ল্যাভেরের স্ট্যাটাস
বান্দরবানের রোয়াংছড়িতে নওমুসলিম মসজিদের ইমাম ওমর ফারুককে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যার ঘটনায় আসামীদের বিচারের আওতায় আনার দাবী জানিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন ডাচ রাজনীতিবিদ জোরাম ভান ক্ল্যাভেরে।
তিনি তার স্ট্যাটাসে বলেন, ‘বিচ্ছিন্নতাবাদী খ্রিস্টান উপজাতিদের হাতে এই ধর্মান্তরিত বাংলাদেশী ভাই শহীদ হয়েছেন। তিনি কয়েক বছর আগে পূর্নচন্দ্র ত্রিপুরা থেকে ওমর ফারুকে পরিণত হন এবং তার এলাকায় একটি মসজিদ স্থাপন করেন। তার দা ' ওয়াহ প্রচেষ্টায় প্রায় ৩২ জন মানুষ ইসলাম গ্রহণ করেন। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। বাংলাদেশ নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি আসামীদের বিচারের আওতায় আনার জন্য।’
প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে আটটায় উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের তুলা ঝিড়ি পাড়ায় নওমুসলিম মসজিদের ইমাম ওমর ফারুককে হত্যা করে সন্ত্রাসীরা। তাঁর পূর্বের নাম ছিল ফাতেহা ত্রিপুরা। ত্রিপুরা সম্প্রদায় থেকে কয়েক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। পরে অস্থায়ী একটি মসজিদে ইমামতির দায়িত্ব নেন।