স্কুলের বাথরুমে মিলল দোকানির রক্তাক্ত লাশ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি স্কুলের বাথরুম থেকে এক দোকানির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ জুন) সকালে উপজেলার গুল্টা বাজার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ভবনের বাইরের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম আব্দুল মতিন (৩৮)। তিনি উপজেলার তালম ইউনিয়নের তালম পদ্মপাড়া গ্রামের ফজলার রহমানের ছেলে। গুল্টা বাজারে ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতের দোকান রয়েছে তার।
আরো পড়ুন সিলেটে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সারাদিন গুল্টা বাজারে নিজের দোকানে কাজ করেছেন তিনি। বুধবার সকালে গুল্টা বাজার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ভবনের বাইরের বাথরুমে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে বলেও জানান ওসি।