১৫ জুন ২০২১, ২২:৫৭

বাবা-মাসহ জাকিরের গাড়িতে হামলার ভিডিও প্রকাশ (ভিডিও)

মৌলভীবাজারের জুড়ীতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের গাড়িতে হামলার দৃশ্য  © সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ীতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের গাড়িতে হামলার চেষ্টার সময়কার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। জাকির হোসেন নিজেই ফেসবুকে ভিডিওটি শেয়ার করেছেন। স্থানীয় যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে ওই হামলা হয় বলে অভিযোগ উঠেছে।

গত রোববার (১৩ জুন) রাতে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, কয়েকজন জাকির হোসেনের গাড়ি ঘিরে রেখেছেন। তারা ওই গাড়িটি ভাংচুরের চেষ্টা করছেন, এমন দেখা যায়। এসময় আশপাশের মানুষ সেখানে জড়ো হয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তার মা-বাবাসহ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৮টার দিকে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে তার গাড়ি ঘিরে হামলার চেষ্টা চালান ছাত্রলীগের কিছু কর্মী।

এ সময় ছাত্রলীগের সাবেক এই নেতার সাথে অশোভন আচরণ করে কয়েকজন। তবে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়। তাৎক্ষণিক জাকির হোসাইনের সমর্থকরা জুড়ী বাজারে শোডাউন করে। অন্যদিকে যুবলীগের সহসভাপতি আহমদ কামাল অহিদের বাড়িতে জড়ো হন জাকিরের সমর্থকরা।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী তখন বলেন, এস‌এম জাকিরের গাড়ি আটকে তার সঙ্গে কিছু ছেলে অশোভন আচরণ করেছে। পরে জাকিরের সমর্থকরা তাদের বাড়িতে হামলার চেষ্টা করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। হামলা সম্পর্কে নিজের ভেরিফাইড পেজে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রলীগের সাবেক এই নেতা।