রাজধানীতে র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক
র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক  © সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে র‍্যাব-২। বুধবার (৯ জুন) দিবাগত রাতে রাজধানীর লালবাগ, তেজগাঁও এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক।

আটকরা হলেন- মো. আকাশ (২৭), মো. মিরাজুল করিম (২৩), মামুনুর রশিদ চৌধুরী ওরফে জনি (৩০), ফয়সাল মাহমুদ (২৬), মো. ইমরান (১৯), ফারহান আহমেদ (২৩), মো. আল আমিন (২৬), মাসুদ রানা ওরফে রাজ (২৪), মো. নাহিদ (১৮), মো. শান্ত (১৮), মো. আশিকুল ইসলাম (১২), মো. আলভি (১৪), মো. শান্ত (১৩), মো. নয়ন (১৩) মো. রাব্বি আল মামুন (২৩), মো. ফেরদৌস (১৮), মো. সামি (১২), মো. সাগর (১৩)।

আরো পড়ুন ‘গাজার কেক’সহ কাজী মোতাহার হোসেনের নাতি গ্রেপ্তার

র‍্যাব কর্মকর্তা মো. ফজলুল হক জানান, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পৃথক অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০টি ছুরি, তিনটি ড্যাগার, দুটি ক্ষুর, দুটি এন্টিকাটার ব্লেড, দুটি তালা ভাঙার যন্ত্র, দুটি গ্রিল কাটার যন্ত্র এবং আটটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটকরা সংঘবদ্ধভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে আসছিল। আটকরা টিকটক, লাইকিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ার/তৈরির মাধ্যমে ভাইরাল হওয়াসহ বিভিন্ন বয়সী নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনের মতো নানা অনৈতিক কাজে জড়িত আছে বলে স্বীকার করেছে।

এছাড়া মাঝে মাঝেই তারা এলাকায় প্রভাব বিস্তারের জন্য দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি, নিজেদের গ্রুপের আধিপত্য বজায় রাখার জন্য অন্য কিশোর গ্যাংয়ে সঙ্গে মারামারিসহ নানা সশস্ত্র সংঘর্ষেও জড়াত।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‍্যাব কর্মকর্তা মো. ফজলুল হক।


সর্বশেষ সংবাদ