‘জীবনে সব পেয়েও পাওয়া হল না’ নোট লিখে ছাত্রের আত্মহত্যা
চট্টগ্রামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশেই পড়ে ছিল কীটনাশকের বোতল ও আত্মহত্যার চিরকুট। আজ মঙ্গলবার (৮ জুন) বেলা সাড়ে ৩টার দিকে সিআরবি কাঠের বাংলোর দক্ষিণ পাশে লাশটি পড়ে ছিল বলে জানান কোতয়ালি থানার এসআই বাবলু পাল।
অনিক চৌধুরী (২৩) নামের ওই ছাত্র পটিয়ার বাথুয়া ইউনিয়নের দোলন চৌধুরীর ছেলে। পটিয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক।
বাবলু পাল বলেন, ‘অনিকের মাথার নিচে থাকা ব্যাগে পাওয়া জাতীয় পরিচয়পত্র ও কলেজ আইডি কার্ড দেখে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ব্যাগে চিরকুটও পাওয়া গেছে। এ ছাড়া লেবেল লাগানো কীটনাশকের একটি বোতল ঘটনাস্থল থেকে পাওয়া গেছে।’ তবে মৃতদেহে আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে তিনি জানান।
এসআই বাবলু জানান, চিরকুটে লেখা ছিল, ‘জীবনের সবকিছু পেয়েও পাওয়া হল না। মা-বাবা ইহলোকে ভালো থেকো। পরপারে চলে গেলাম, আমাকে ক্ষমা করিও। মা, বেঁচে থাকার সাধ আমার ছিল না, তাই আমি নিজেই নিজেকে শেষ করে দিয়েছি। আমার মৃত্যুতে কারো দোষ নেই। আমার কারণে নিজেকে দোষী সাব্যস্ত করলাম। পৃথিবীতে কেমন জানি বেঁচে থাকাটা আমার কাছে অপ্রিয় বস্তু হয়ে গেল। তাই আত্মহননের পথ বেছে নিয়েছি।’