বর ফেলে পালালেন স্বজনরা, রক্ষা পেল ১৫ বছরের ছাত্রী

ফরিদপুরে বাল্যবিয়ের খবর শুনে এক ছাত্রীর বাড়িতে হাজির হন ভ্রাম্যমান আদালত
ফরিদপুরে বাল্যবিয়ের খবর শুনে এক ছাত্রীর বাড়িতে হাজির হন ভ্রাম্যমান আদালত  © সংগৃহীত

ফরিদপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী। এ ধরনের আয়োজনের খবর পেয়ে তার বিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে ছাত্রীর বাবাকে। রোববার (৬ জুন) ফরিদপুর সদর উপজেলার লহ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই ছাত্রীর বয়স না হলেও বিয়ের আয়োজন করেন বাবা সাজেদ মোল্লা। সে অনুযায়ী আয়োজনও ছিল জাঁকজমকপূর্ণ। বরসহ বরযাত্রীদের অর্ধেক ভুঁড়িভোজের কাজটিও সেরে নেন। তবে খবর পেয়ে সেখানে হঠাৎ হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন।

এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর জাহিদ শেখকে রেখেই পালিয়ে যান বরযাত্রীরা। মুহাম্মদ আল-আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। করোনাকালে অধিক লোক জমায়েত করায় মেয়ের বাবাকে জরিমানা করা হয়। পাশাপাশি তাঁর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তাঁরা বিয়ে দেবেন না, এ মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ