মোবাইল কেনার টাকা না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা

  © প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মায়ের কাছ থেকে নতুন মোবাইল ফোন কেনার টাকা না পেয়ে সাইদ আহম্মেদ নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। শনিবার (৫ জুন) উপজেলার রূপসদী দক্ষিণ পাড়ায় নিজ ঘরে সিলিংয়ে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়েছে।

সাইদ আহম্মেদ ওই গ্রামের সৌদি প্রবাসী উসমান গণির ছেলে। সে উপজেলার শাহ রাহাত আলী মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, সাইদ আহম্মেদ কিছু দিন যাবত প্রবাসী বাবা ও মায়ের কাছে নতুন একটি এনড্রোয়েড মোবাইল কেনার জন্য টাকা চেয়ে আসছিল। টাকা না দেওয়ায় শনিবার দুপুর ২টার দিকে নিজ ঘরে আত্মহত্যা করে সে। পরিবারের সদস্যরা খাবারের সময় হলে তাকে ডাকতে গেলে ঝুলন্ত অবস্থায় তাকে দেখে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে লাশ নামায়।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহম্মেদ জানান, কলেজপড়ুয়া ওই শিক্ষার্থী মোবাইল কেনার টাকা না পেয়ে আত্মহত্যা করেছে শুনেছি। ওই শিক্ষার্থীর শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।


সর্বশেষ সংবাদ