০৫ জুন ২০২১, ০৮:৩৮

আত্মহত্যার আগে ছাত্রের চিরকুট, ‘তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না’

চিরকুট লিখে আত্মহত্যা করা স্কুলছাত্র মাঈনুর রশিদ  © সংগৃহীত

চিরকুট লিখে আত্মহত্যা করেছে মাঈনুর রশিদ মাহিন (১৫) নামে এক স্কুলছাত্র। শুক্রবার (৪ জুন) দিবাগত রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সুতাং বাজারের বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে দশম শ্রেণির ওই ছাত্র চিরকুটে লিখে গেছে, ‘আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না।’

পুলিশের বক্তব্য, অভিমান থেকে চিরকুট লিখে আত্মহত্যা করেছে ওই ছাত্র। ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাচানো ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত মাঈনুর রশিদ ওই বাজারের আরব আলীর ছেলে। মাধবপুরের শাহজীবাজার পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) উচ্চ বিদ্যালয়ের লেখাপড়া করত সে।

পুলিশ ও স্থানীয় অধিবাসী সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে তাদের ঘরের একটি কক্ষের দরজা বন্ধ ছিল। বাইরে থেকে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া মেলেনি। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, মাহিন আত্মহত্যা করেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। মরদেহের পাশেই একটি চিরকুট ছিল। চিরকুটের পুরো পাতাজুড়ে অভিমানের কথা লেখা। তার মধ্যে ‘আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না’ লেখা বাক্য রয়েছে বলে জানান তিনি।