ফেসবুকে ভুয়া আইডি খুলে বন্ধুত্ব করে কলেজছাত্রীকে অপহরণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জুন ২০২১, ১০:২৫ AM , আপডেট: ০২ জুন ২০২১, ১০:২৫ AM
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পরিচয় গোপন করে ভুয়া আইডি খুলে বন্ধুত্ব করে এক কলেজছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার ও অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ জুন) ভোরে ঢাকার দারুস সালাম এলাকা থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার এবং ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম সাইদুল ইসলাম (২৬)। তিনি সাভারের হেমায়েতপুরের মো. সোবহানের ছেলে। গ্যাস সিলিন্ডার দোকানে বাবার সহযোগী হিসেবে কাজ করতেন তিনি। বিবাহিত ও এক সন্তানের জনক সাইদুল গ্যাস সিলিন্ডার দোকানে বাবার সহযোগী হিসেবে কাজ করেন।
পুলিশ ও কলেজছাত্রীর পরিবার সূত্র জানায়, নিজের পরিচয় গোপন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে ফেসবুকে খোলেন ভুয়া আইডি খুলে একাদশ শ্রেণির ওই ছাত্রীকে (১৫) ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান সাইদুল ইসলাম। ওই ছাত্রী ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ করলে তাদের মধ্যে অনলাইনে কথাবার্তার একপর্যায়ে বন্ধুত্ব হয়। গত ২৯ মে সাক্ষাতের কথা বলে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার কর্নেল হাট এলাকা থেকে কলেজছাত্রীকে অপহরণ করে নিয়ে যান সাইদুল। তারপর ওই ছাত্রীর পরিবারের কাছে পাঁচ লাখ টাকার মুক্তিপণ দাবি করেন। নাহলে ওই ছাত্রীকে বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে পাঁচ লাখ টাকা থেকে নেমে এক লাখ টাকায় রাজি হয় অপহরণকারীরা। বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা পাঠায় ছাত্রীর পরিবার।
এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা করেন। পরে পুলিশ মঙ্গলবার ভোরে ঢাকার দারুস সালাম এলাকা থেকে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার এবং ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, অপহরণকারী ভুয়া পরিচয় দিয়ে ফেসবুক আইডি খোলেন। গ্রেপ্তারের পর ছাত্রীটির সঙ্গে প্রতারণার কথা স্বীকার করেছেন সাইদুল।