৩১ মে ২০২১, ০৯:৪০

মাদক বিক্রির দায়ে এএসআই গ্রেপ্তার, ১৯০ পিস ইয়াবা জব্দ

মাদক বিক্রির দায়ে এক এএসআইকে গ্রেপ্তার করেছে র‌্যাব   © প্রতীকি ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবা বিক্রির দায়ে পুলিশের সহকারী উপ-পুলিশ পরিদর্শকসহ (এএসআই) ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এসময় ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় রবিবার (৩০ মে) দুপুরে তাদেরকে আদালতে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) হলেন শাহ মোহাম্মদ ইমাম উদ্দিন। তিনি ডিএমপির ডেমরা থানায় কর্মরত ছিলেন।

এর আগে শনিবার দুপুরে নাসিক ৩ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। রাতে তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব। এ ঘটনায় রবিবার সকালে র‌্যাব-১০ সিদ্ধিরগঞ্জ থানা একটি মাদক বিরোধী আইনে মামলা (মামলা নং ৪৭) দায়ের করেন।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, মাদক ব্যবসায়ী নাসিরকে ইয়াবাসহ গ্রেফতারের পর সে স্বীকার করে ডেমরা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) শাহ মোহাম্মদ ইমাম উদ্দিন ইয়াবা বিক্রি করার জন্য তাকে দিয়েছে। ইয়াবা ট্যাবলেটের মালিক এএসআই শাহ মোহাম্মদ ইমাম উদ্দিন।