রাজধানীতে বিপুল পরিমাণ এলএসডি মাদকসহ আরও ৫ জন গ্রেফতার

এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মাদক
এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মাদক  © ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ে বিপুল পরিমাণ এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড) মাদকসহ আরও পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (৩০ মে) দিনভর মতিঝিল ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পল্টন থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন উপ-কমিশনার (ডিসি) মো. আব্দুল আহাদ।

উল্লেখ্য, ১৫ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুরকে কার্জন হল এলাকায় তার তিন বন্ধু এলএসডি সেবন করালে এর প্রতিক্রিয়া হিসেবে তিনি সেখান থেকে বেরিয়ে যান। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক ডাব বিক্রেতার ভ্যানে রাখা দা নিয়ে তিনি নিজের গলায় আঘাত করেন। তিনি পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আট দিন ঢাকা মেডিকেল কলেজের মর্গে তার লাশ অজ্ঞাতনামা হিসেবে পড়ে ছিল। পরে তার ভাই লাশ শনাক্ত করেন। পরে এই ঘটনার তদন্ত করতে যেয়ে পুলিশ রাজধানীর একটি বাসা থেকে এলএসডি নামে মাদকদ্রব্য উদ্ধার করে। গ্রেফতারকৃত তিন শিক্ষার্থীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


সর্বশেষ সংবাদ