নিজের বিয়ে ঠেকাতে থানায় হাজির স্কুলছাত্রী
জয়পুরহাট শহরের একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রীর অভিভাবকেরা তার বিয়ে ঠিক করেছে। বৃহস্পতিবার বর ও বরপক্ষের লোকজন দেখতে এসে বিয়ে করে তাকে নিয়ে যাবেন। কিন্তু ওই ছাত্রী বিয়ে করতে চায় না। তাই সে তার আরো দুই বান্ধবীকে নিয়ে থানায় হাজির হয়। থানায় গিয়ে সে ওসিকে তার বিয়ের আয়োজনের কথা জানায়। এরপর ওসি তার মা-বাবাকে থানায় ডেকে এনে বিয়ে বন্ধ করে দেন। বুধবার (২৬ মে) জয়পুরহাট সদর থানায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, বুধবার সকালে তিনজন স্কুলছাত্রী থানায় এসে ওসিকে খুঁজতে থাকে। পরে ওসি এ কে এম আলমগীর জাহান এলে ওই ছাত্রী জানান, অভিভাবকেরা তার বিয়ে ঠিক করেছে। কিন্তু সে বিয়ে করতে চায় না। তখন ছাত্রীর কাছ থেকে অভিভাবকের নাম-ঠিকানা নেন ওসি। পরে তিনি ওই ছাত্রীর অভিভাবকদের থানায় ডেকে আনেন। এ সময় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ওই ছাত্রীর বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন তার মা-বাবা।
বিষয়টি নিশ্চিত করে ওসি বলেন, বৃহস্পতিবার বিয়ে হওয়ার কথা ছিল। অভিভাবকেরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেছেন।
ওসি আরো বলেন, বিট পুলিশের সভায় ওই ছাত্রী জেনেছিল পুলিশ বাল্যবিবাহ বন্ধ করে। এ কারণে সে তার নিজের বিয়ে বন্ধ করতে দুই বান্ধবীকে নিয়ে থানায় এসেছিল।