সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
রাজধানীর পল্লবীর ডি ব্লকের একটি গ্যারেজে সন্তানের সামনে বাবাকে নৃশংস্যভাবে কুপিয়ে হত্যা মামলার ৫ নম্বর আসামী মানিক র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছেন।
বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাতে মিরপুরের রূপনগর এলাকার ইস্টার্ন হাউজিং এলাকায় র্যাবের সাথে বন্দুক যুদ্ধে তিনি নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন, পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী।
তিনি বলেন, গতকাল রাতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মানিজ নিহত হয়। মানিকের বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মামলা রয়েছে। তিন মাস আগেও তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছিল।
প্রসঙ্গত, গত ১৬ মে বিরোধপূর্ণ জমি মীমাংসার কথা বলে পল্লবীর বাসিন্দা সাহিনুদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সন্ত্রাসীরা। পল্লবীর ডি ব্লকের একটি গ্যারেজের সামনে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয় তাকে। হত্যার সময় সাহিনুদ্দিনের ৬ বছরের ছেলে গ্যারেজের বাইরে দাড়িয়ে ছিলেন।
এই ঘটনায় ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামী করে হত্যা মামলা করেছেন নিহতের মা। মামলায় প্রধান আসামী করা হয়েছে লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে। মামলার প্রধান আসামীসহ এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব।