কুমিল্লায় ‘অপহৃত’ স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণ আলকরা গ্রামের একটি বাড়ি থেকে ‘অপহৃত’এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে র্যাব। ফেনী শহরের শান্তিধারা আবাসিক এলাকা থেকে ওই স্কুলছাত্রী অপহৃত হয় বলে জানা যায়। এ সময় অপহরণ ঘটনায় জড়িত এক তরুণকে আটক করা হয়।
আটককৃত ওই তরুণ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পরিকোট গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. মুশফিক আহম্মেদ (১৮)। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের ফেনী থানার পুলিশে সোপর্দ করে র্যাব।
র্যাব জানায়, ফেনীর একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিপড়ুয়া ওই স্কুলছাত্রীকে অভিযুক্ত মুশফিক আহম্মেদ প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় স্কুলে আসা-যাওয়ার সময় তাকে নানাভাবে উত্ত্যক্ত করে মুশফিক। গত মঙ্গলবার বিকেলে বাসার সামনে একা পেয়ে স্কুলছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এ ঘটনায় ফেনী সদর থানা ও ফেনী র্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ তার পরিবার।
র্যাব সদস্যরা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ওই তরুণের অবস্থান নির্ণয় করেন। এরপর গতকাল বুধবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণ আলকরা গ্রামের মুশফিকের নানা মোশারফ হোসেনের বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণের ঘটনায় জড়িত অভিযোগে মো. মুশফিক আহম্মেদকে আটক করেছে র্যাব।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী ও অভিযুক্ত তরুণকে ফেনী সদর মডেল থানার হস্তান্তর করা হয়েছে।
আরও দেখুন: মানসিক যন্ত্রণায় বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা