মৌসুমী-ওমর সানির ছেলের রেস্তোরাঁ থেকে শিশার সরঞ্জামসহ গ্রেপ্তার ৬
ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে শিশা সেবনের সরঞ্জামসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘মন্টানা লাউঞ্জ’ নামের ওই রেস্তোঁরাটির তিন মালিকের মধ্যে একজন অভিনেতা দম্পতি ওমর সানি ও আরিফা জামান মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন।
মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় গুলশান ১ ও ২ নম্বর সেকশনের মাঝামাঝি আরএম সেন্টার নামের ভবনে থাকা ওই রেস্তোরাঁয় অভিযানে যায় পুলিশ।
গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, ওই রেস্তোরাঁ থেকে দুই প্যাকেট ও আরও কিছু খোলা শিশার উপকরণ পাওয়া গেছে। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে ওমর সানি দাবি করেন, শিশা বার চালানো অবৈধ বলে তার জানা নেই। আর যাদের পুলিশ নিয়ে গেছে, তারা নেহায়েতই রেস্তোরাঁকর্মী।
তবে গুলশান থানার ওসি বলেন, যেহেতু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিশা নিষিদ্ধ, তাই প্রাথমিক যাচাইয়ের পর এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
ওমর সানি বলেন, মনটানা লাউঞ্জ আমাদের। সাত থেকে আট মাস ধরে এটি চলছে। শিশার বিজনেস ইলিগ্যাল কোনো বিজনেস না। গুলশান-বনানীতে এটি ছাড়াও ৩০টির বেশি লাউঞ্জ রয়েছে।