বজ্রপাতের শব্দে প্রাণ গেল কলেজছাত্রের

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতের বিকট শব্দে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতের বিকট শব্দে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে  © প্রতীকী ছবি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে হাফিজুর রহমান (২১) নামে ওই ছাত্র মারা গেছেন। আজ শনিবার (৮ মে) দুপুরে সদর ইউনিয়নের দক্ষিণ কাজির হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুর ওই গ্রামের মিজানুর ডাক্তারের ছেলে। তিনি রাঙ্গাবালী সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে গরুকে পানি খাওয়াতে বাড়ির পাশের মাঠে যান হাফিজুর। আধাঘণ্টা পর মাঠে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা ধারণা করছেন, ঘটনার সময় আকস্মিক বজ্রপাত হয়। বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে হাফিজুর স্ট্রোক করে মারা যান বলে তারা মনে করছেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। কিন্তু পরিবার বলেছে, এখনও মারা যায়নি। তাকে হাসপাতালে নিয়ে যাবে বলেও জানিয়েছে।


সর্বশেষ সংবাদ