২৯ এপ্রিল ২০২১, ১৪:০৯
বিধিনিষেধ উপেক্ষা, কোচিং সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা
সরকারি বিধিনিষেধ অমান্য করে পাঠদান পরিচালনার অপরাধে অরবিট কোচিং সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের জলেশ্বরীতলায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের জলেশ্বরীতলায় সরকারি বিধিনিষেধ অমান্য করে অরবিট কোচিং সেন্টার পাঠদান পরিচালনা করায় সংক্রামক রোগ আইন-২০১৮ অনুযায়ী অত্র কোচিং সেন্টারকে জরিমানা প্রদান করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, সরকারি বিধিনিষেধ অমান্য করে পাঠদান পরিচালনা করায় সংক্রামক রোগ আইন-২০১৮ অনুযায়ী অরবিট কোচিং সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।