মুনিয়া আত্মহত্যা করেছেন: ময়না তদন্তের পর পুলিশ

২৯ এপ্রিল ২০২১, ০৯:২১ AM
মোসারাত জাহান মুনিয়া ও আনভীর

মোসারাত জাহান মুনিয়া ও আনভীর © সংগৃহীত

সুরতহাল এবং ময়নাতদন্তকারী চিকিৎসকের প্রাথমিক তথ্য অনুযায়ী মোসারাত জাহান মুনিয়া আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি'র গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার আগের দিন এবং ঘটনার দিন অভিযুক্ত সায়েম সোবহান আনভীরের গতিবিধি দেখা যায়নি। তবে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে কিনা সেই বিষয়ের তদন্ত করতে মুনিয়ার ডায়েরি এবং মোবাইল ফোনের কথোপকথন যাচাই-বাছাই করছি আমরা’।

তিনি আরও বলেন, ‘মুনিয়ার ছয়টি ডায়েরি পড়ার পর আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেয়েছি। তিনি অনেকদিন ধরেই হতাশ ছিলেন।’

গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুনিয়ার লাশ উদ্ধার করা হয় গুলশানের একটি ফ্ল্যাট থেকে। এঘটনায় ভুক্তভোগীর বোন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় পেনাল কোডের ৩০৬ ধারায় মামলা দায়ের করেন।

রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার
  • ০১ জানুয়ারি ২০২৬
কমল জ্বালানি তেলের দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬