২৮ এপ্রিল ২০২১, ১৬:৪৭

কলেজছাত্রীর পরিবারকে আইনি সহায়তার ঘোষণা ব্যারিস্টার সুমনের

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন  © ফাইল ফটো

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় তার পরিবারকে কোনো টাকা ছাড়াই আইনি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বুধবার গণমাধ্যমের সাথে আলাপকালে এই ঘোষণা দেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক এই প্রসিকিউটর।

ব্যারিস্টার সুমন বলেন, মুনিয়া এতিম। তার বাবা-মা পৃথিবীতে বেঁচে নেই। এই এতিম মেয়ের পরিবার যদি ভালো আইনজীবী না পান তাহলে আমি তার পরিবারের পক্ষে দাঁড়াতে চাই। মুনিয়ার পরিবারকে আমি যে কোনো ধরনের আইনি সহায়তা দিতে প্রস্তুত আছি।

প্রসঙ্গত, গত সোমবার গুলশান-২ এর ১২০ নম্বর সড়ুকের ১৯ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট তেকে মিরপুরন ক্যান্টনমেন্ট পাবলি কলেজের শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান অোনভীরকে আসামী করে মামলা করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান।