চিকিৎসক লাঞ্ছিত, ছাত্রলীগ নেতা আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ এপ্রিল ২০২১, ১১:১৩ AM , আপডেট: ২৭ এপ্রিল ২০২১, ১১:২৪ AM
বরিশালের বাকেরগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম খানকে পুলিশ আটক করেছে। সোমবার (২৭ এপ্রিল) রাতে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন।
সোমবার দুপুরে তাকে আটক করা হয়। চিকিৎসক মনিরুজ্জামান খান ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গত শনিবার (২৪ এপ্রিল) বিকেলে ডা. মনিরুজ্জামান স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে আবুল কালাম মাস্ক না পরে জরুরি বিভাগে প্রবেশ করেন। এসময় তাকে মাস্ক পরে আসতে অনুরোধ করেন। পরে আবার মাস্ক পরতে অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর অকথ্য ভাষায় গালাগালি করে চিকিৎসককে ধাক্কা দেন তিনি।
ওই চিকিৎসক জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। তাদের নির্দেশনা পেয়ে বিকেলে থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন গণমাধ্যমকে জানান, সরকারি কাজে বাধা ও হুমকির ঘটনায় ডা. মনিরুজ্জামান খান বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন। এতে আবুল কালাম খানকে আসামি করা হয়েছে। তাকে এরইমধ্যে আটক করা হয়েছে বলে জানান তিনি।
তবে আবুল কালাম স্থানীয় সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তার অসুস্থ শিশু পুত্রকে হাসপাতালে নিয়ে ডা. মনিরুজ্জামানকে চিকিৎসা দেওয়ার আনুরোধ করেন। কিন্তু চিকিৎসক মাস্ক পরতে তাড়া দেন। এ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে।