২৭ এপ্রিল ২০২১, ১০:১৫

‘ঝামেলায়’ ছিলেন মুনিয়া, ফ্ল্যাটের মাসিক ভাড়া ১ লাখ ১১ হাজার টাকা

গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে  © সংগৃহীত

রাজধানীর গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরপর থেকে এ ঘটনার নানা তথ্য সামনে আসছে। মৃত্যুর আগে তিনি বোনকে জানিয়েছিলেন, ‘ঝামেলায়’ আছেন। এছাড়া একা থাকলেও তার ফ্ল্যাট ভাড়া ছিল এক লাখ ১১ হাজার টাকা।

পুলিশ জানিয়েছে, সোমবার (২৬ এপ্রিল) রাতে মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। মিরপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন তিনি। তার বাবা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত শফিকুর রহমান। গ্রামের বাড়ি কুমিল্লা সদরের দক্ষিণপাড়া উজির দিঘী এলাকায়। ওই তরুণীর সঙ্গে দেশের শীর্ষস্থানীয় এক শিল্পপতির ছেলের সম্পর্ক ছিল বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মুনিয়া তার বোনকে ফোন দিয়ে বলেছিলেন, ‘ঝামেলায়’ আছে। তখন বোন কুমিল্লা থেকে ঢাকায় আসেন। তিনি ওই ফ্ল্যাটে যান। তবে ভেতর থেকে দরজা না খোলায় ভেঙে ভেতরে যান। এরপর সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখা যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

গুলশান অঞ্চলে পুলিশের ডেপুটি কমিশনার সুদীপ চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে মুনিয়া দেশের বৃহৎ একটি শিল্পপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পরিচিত ছিলেন। তিনি প্রায়ই ওই ফ্ল্যাটে যেতেন।

এদিকে ‍মুনিয়া যে ফ্ল্যাটে থাকতেন সার্ভিস চার্জসহ তার মাসিক ভাড়া ছিল এক লাখ ১১ হাজার টাকার মতো। বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক ওয়ালিউর রহমান গণমাধ্যমকে বলেন, মুনিয়ার বোন নুসরাত জাহান ‘আত্মহত্যায় প্ররোচিত’ করার অভিযোগে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর পরিচিত শিল্পগ্রুপের এমডিই মামলার একমাত্র অভিযুক্ত। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান মামলার তদন্ত করছেন। মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।