২৭ এপ্রিল ২০২১, ০৮:৩৮

কেজি দরে বেশি দামে তরমুজ বিক্রি, ১৪ ব্যবসায়ীকে জরিমানা

বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  © সংগৃহিত

বরিশাল নগরে পিস হিসেবে কিনে কেজি ধরে বেশি দামে তরমুজ বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ২৪ ব্যবসায়ীকে ১০ হাজার ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ এপ্রিল) বিকেলে নগরের পোর্টরোড, ফলপট্টি, জেলখানার মোড়, নতুন বাজার, নাথুল্লাবাদ বাসস্ট্যান্ড, চৌমাথা বাজার, বাংলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই এবং রয়া ত্রিপুরা এ অভিযান চালান।

জানা গেছে, আগে বরিশালের বাজারে তরমুজ বিক্রি হতো পিস হিসেবে। কিন্তু এবারই প্রথম ব্যবসায়ীরা তা কেজি হিসেবে বিক্রি করছেন। প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা করে হওয়ায় ৪০০-৫০০ টাকার নিচে কোনো তরমুজ কিনতে পারছিলেন না ক্রেতারা। অনেক দিন ধরেই এমন অভিযোগ করে আসছিলেন ক্রেতারা। এ নিয়ে ক্ষোভ আর নানা প্রশ্নের পর বরিশালের তরমুজ বাজারে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

অভিযানে বাজারে অবস্থানরত ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটরা প্রত্যক্ষ করেন তরমুজ ব্যবসায়ীরা পিস হিসেবে আড়ত থেকে তরমুজ কিনে ক্রেতাদের কাছে কেজি হিসেবে তা অধিক মূল্যে বিক্রি করছেন। অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই আটজন ব্যবসায়ীকে ৬ হাজার ৪০০ টাকা জরিমানা করেন। অন্যদিকে অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা ছয়জন ব্যবসায়ীকে ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই এবং রয়া ত্রিপুরা বলেন, এটা ক্রেতাদের সঙ্গে চরম প্রতারণা। এ জন্য অভিযোগ পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।