২৫ এপ্রিল ২০২১, ১৬:২৫

ধর্ষণের অপবাদে চাকরিচ্যুত, বিষপানে শিক্ষকের আত্মহত্যা

প্রতীকী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণের অপবাদ দিয়ে চাকরিচ্যুত করায় আব্দুর রহমান নামে এক এতিমখানার শিক্ষক বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার ভোরে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক দারুল হুদা আলিম মাদ্রাসা ও শিশুসদন এতিমখানায় ঘটে এ ঘটনা।

স্থানীয়রা জানান, চার বছর ধরে কিশোরগঞ্জের নিকলী থানাধীন দৌলপুর এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে আব্দুর রহমান চারিতালুক দারুল হুদা আলিম মাদ্রাসা ও শিশুসদন এতিমখানায় শিক্ষক হিসাবে কর্মরত আছেন।

এর আগে গত শুক্রবার ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হাসান এতিমখানার এক ছাত্রকে ধর্ষণ করার অভিযোগ তুলে শিক্ষকতা থেকে আব্দুর রহমানকে বহিষ্কার করেন। শনিবার সকালে মাদ্রাসা থেকে তাকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অপবাদ সহ্য করতে না পেরে শনিবার ভোরে মাদ্রাসা প্রাঙ্গণে বিষ পান করেন।

পরে তাকে আহত অবস্থায় মাদ্রাসার অন্য শিক্ষকরা রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তবে ধর্ষণের অভিযোগে শিক্ষককে বহিষ্কারের বিষয়টি অস্বীকার করেছেন চারিতালুক দারুল হুদা আলিম মাদ্রাসা ও শিশুসদন এতিমখানার প্রিন্সিপাল মাওলানা ইকবাল হাসান।